রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া মুষলধার বৃষ্টি আজ সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এই বৃষ্টির ফলে রাজধানীর অধিকাংশ এলাকায় পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, আসাদগেট, নিউমার্কেট, জিগাতলা, মণিপুরী পাড়া, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ও বংশালসহ বহু এলাকায় সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে। পানি জমে থাকায় এসব এলাকায় যান চলাচল অনেকাংশেই বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
অন্যদিকে, মতিঝিল, ফকিরাপুল, রাজারবাগ, মালিবাগ, মগবাজার, শান্তিনগর, মৌচাক, আরামবাগ এবং হাতিরঝিল সংলগ্ন এলাকায়ও দেখা গেছে জলাবদ্ধতার ভয়াবহ চিত্র। হাঁটুপানি মাড়িয়ে চলতে হচ্ছে জনসাধারণকে। অনেক সড়কে এমন অবস্থা যে, হেঁটেও চলাচল সম্ভব নয়।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আসাদগেইটে এক যাত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সড়কে এত পানি যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ২৭ নম্বর সড়কে একাধিক গাড়ি আটকে আছে।’
আজিমপুরের এক বাসিন্দা বলেন, ‘বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়িয়েও রিকশা পাচ্ছি না। ৩০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হয়েছে। তার পরেও রিকশা পাওয়া কঠিন।’
ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিসান হুসাইন জানান, ‘সকালে বের হতে দেরি হয়ে গেছে। রাস্তায় গিয়েও রিকশা পাচ্ছি না, যা আছে তা অতিরিক্ত ভাড়া চাচ্ছে।’
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও যানজটের সঙ্গে রিকশা ও সিএনজির অতিরিক্ত ভাড়া যেন দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজধানীর বাসস্ট্যান্ড, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী। অন্যদিকে, দুর্যোগকালীন সময়ে যাতায়াতের জন্য জনপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণেও প্রয়োজন জরুরি নজরদারি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন