রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া দুই শিক্ষার্থী- নিলয় (১৩) ও রূপী বড়ুয়া (১০)- হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘নিলয়ের শরীরের ২৫ শতাংশ এবং রূপীর শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর তারা সুস্থ হয়ে উঠেছে এবং এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হয়েছে।’
ডা. শাওন আরও বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে আমাদের এখানে ৮ জন ভর্তি আছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, এদের অধিকাংশই ছিলেন মাইলস্টোনের শিক্ষার্থী। এ ছাড়া তিনজন শিক্ষকও প্রাণ হারান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন