নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আলাউদ্দিন (৩৫) মারা গেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শনিবার ভোরে সোনারগাঁও থেকে নারী ও শিশুসহ চারজন দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরও জানান, বর্তমানে জরিনা বেগম ২০ শতাংশ, সাথীয়া আক্তার ১২ শতাংশ এবং শিশু সাইমা ৩০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত শনিবার রাত তিনটার দিকে গ্যাস লাইনে লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। পরে ভোর চারটার দিকে দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন