স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।’
রোববার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে পূজা উদযাপনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া, ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাদের সঙ্গে পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করছি, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার পূজা আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পূজা উদযাপন কমিটির ৭ জন সদস্য, ৮ জন আনসার, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়াও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৮০ হাজার স্বেচ্ছাসেবক সেবা প্রদান করবেন।’
তিনি আরও বলেন, ‘এ বছর পূজামণ্ডপের আশপাশে বড় ধরনের মেলা বসতে দেওয়া হবে না। তবে প্রয়োজনীয় কিছু দোকান রাখা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন