গত জুন মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম শিরোপা জয় উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। এ ঘটনায় আরসিবি-এর ব্যবস্থাপনাকে দায়ী করছে কর্ণাটক রাজ্য প্রশাসন। সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের আশপাশে প্রচুর ভিড় জমে। আরসিবি, তাদের ইভেন্ট পার্টনার ও কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অব্যবস্থাপনাই এ দুর্ঘটনার জন্য দায়ী।
৪ জুন বিজয় উদযাপনের সময় ভক্তরা রাস্তায় জড়ো হন অধিনায়ক বিরাট কোহলি এবং অন্যান্য খেলোয়াড়দের একনজর দেখার জন্য। ওই সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে ১১ জন নিহত হন এবং আহত হন ৫০ জনের বেশি।
প্রতিবেদনে জানানো হয়, উদযাপনের জন্য আয়োজকদের পক্ষ থেকে আগে কোনো ‘আনুষ্ঠানিক অনুরোধ’ জানানো বা যথাযথ তথ্য জমা দেওয়া হয়নি, যার ফলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদান করা হয়নি।
তবে অনুমতি না পেলেও আরসিবি কর্তৃপক্ষ বিজয় মিছিল আয়োজন করে, যা পুলিশের সিদ্ধান্ত উপেক্ষা করে করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে তদন্ত প্রতিবেদন নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
দুর্ঘটনার পর আরসিবি’র এক সিনিয়র নির্বাহী, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ-এর প্রতিনিধিসহ কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মোট চারজনকে পুলিশ গ্রেপ্তার করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছিলেন, আর ম্যাচে সর্বোচ্চ রান করা বিরাট কোহলি জানান, তিনি ‘বলার ভাষা খুঁজে পাচ্ছেন না’।