ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

দেশের বাজারে সাশ্রয়ী দামে এআই স্মার্টফোন

ডিজিটাল দুনিয়া ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৭:০৬ পিএম
‘এক্স৬সি’ মডেলের স্মার্টফোন হাতে অতিথিরা। ছবি- সংগৃহীত

সাশ্রয়ী দামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্মার্টফোন নিয়ে এলো অনার বাংলাদেশ। নতুন মডেল ‘অনার এক্স৬সি’-তে রয়েছে এআই ইরেজারসহ একাধিক আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু সহজেই মুছে ফেলতে পারবেন।

মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে। প্রতিষ্ঠানটি অনার ফোনের পরিবেশক হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্টফোন ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করছে। বাংলাদেশে ক্রেতাদের প্রয়োজন বিবেচনায় আমরা এই অত্যাধুনিক প্রযুক্তির ফোনটি সাশ্রয়ী দামে বাজারে এনেছি।’

ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম জানান, ‘এই ফোন বিশেষ করে তরুণদের জন্য আকর্ষণীয়, যারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, ছবি তোলেন বা মোবাইলে গেম খেলেন। এআই প্রযুক্তির সুবিধা এসব কাজে ভিন্নমাত্রা যোগ করবে।’

 

প্রযুক্তিগত বৈশিষ্ট্য: ডিসপ্লে: ৬.৬ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, রিফ্রেশ রেট: ১২০ হার্টজ, অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস, ব্যাটারি: পাঁচ হাজার, ৩শ’ মিলিঅ্যাম্পিয়ার, সংরক্ষণ: আলট্রা পাওয়ার সেভিং মোডে ২% চার্জে ৬০ মিনিট কথা বলা যায়, টেকসই গঠন: ৫ ফুট ওপর থেকে পড়লেও পর্দা অক্ষত থাকে (ক্রাশ রেজিস্ট্যান্ট), আইপি ৬৪ রেটিং: পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।

এছাড়া ফোনটি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে এবং দ্রুত গতির গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য উপযোগী।

চাহিদা অনুযায়ী স্মার্টফোনের অভিজ্ঞতা বদলে দিতে পারে এমন শক্তিশালী ফিচারসহ এ ধরনের ফোন সাশ্রয়ী দামে বাজারে আনার মাধ্যমে অনার বাংলাদেশের তরুণ ক্রেতাদের কাছে নতুন আস্থা তৈরি করছে।