এ প্রজন্মের চিত্রনায়িকা আঁখি চৌধুরী। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। নাটক ঘিরেই তার এখনকার ব্যস্ততা। আসন্ন ঈদে ১৬টি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটকের নাম হচ্ছে- ‘টনিক ম্যান’, ‘আধুনিক চোর’, ‘ফকিরা বংশ’, ‘হেনা তুমি কার’, ‘প্রবাসী পোয়াতি বউ’, ‘লক্ষ্মী বউয়ের দজ্জাল শাশুড়ি’, ‘শ্বশুরবাড়ি ঈদের আমেজ’, ‘সিদ্ধান্ত’, ‘দুই বউয়ের জ্বালা’, ‘ভুল শহরের ফুল’ ও ‘অভাব’। নাটকগুলো পরিচালনা করেছেন রাজীব মনি দাস, হাসানুজ্জামান জুয়েল, আরাফাত হোসেন, শফিক খান দিলু, সুদীপ্ত সাঈদ খান ও ব্রুসলি। নাটকগুলো ঈদ আয়োজনে প্রচার হবে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন আঁখি।
তিনি বলেন, ‘বেছে বেছে এবার ১৬টি নাটকে অভিনয় করেছি। এবারই প্রথম বড় উৎসবে অনেকগুলো নাটক প্রচার হবে। এ জন্য খুবই ভালো লাগছে। প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে। আশা করছি, নাটকগুলো প্রচারে এলে সবার ভালো লাগবে।’
আঁখি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বেছে বেছে কাজ করছি। সংখ্যার চেয়ে মানে বেশি নজর দিচ্ছি। এবারের ঈদে গল্পভিত্তিক বেশকিছু নাটকে অভিনয়। কাজগুলো ভালো হয়েছে।’
সম্প্রতি এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন ‘কেন এমন হয়’ নামের নতুন একটি সিনেমায়। আনোয়ার সিরাজী পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হবে ঈদের পর। আঁখির ক্যারিয়ারের শুরুটা হয় ‘প্রেমের কবিতা’ সিনেমার মাধ্যমে। রিয়াজুল রিজু পরিচালিত সিনেমাটি সেন্সর হয়ে মুক্তির অপেক্ষায়। প্রথম সিনেমা এখনো মুক্তি না পেলেও এরই মধ্যে আঁখির বড় পর্দায় অভিষেক হয়েছে। ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। এই সিনেমাটি দিয়ে আঁখির বড় পর্দার স্বপ্ন পূরণ হয়েছে।
আপনার মতামত লিখুন :