বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০১:৩৬ পিএম

মহাকাশে সাড়ে ৫ ঘণ্টা হাঁটলেন তিনি (ভিডিও)

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০১:৩৬ পিএম

মহাকাশে সাড়ে ৫ ঘণ্টা হাঁটলেন তিনি (ভিডিও)

ছবি: সংগৃহীত

নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস সাড়ে পাঁচ ঘণ্টা মহাকাশে হেঁটেছেন। সঙ্গী বুচ উইলমোরকে সঙ্গে নিয়েই স্পেসওয়াক করেছেন সুনীতা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাইরে আসেন তারা। নাসা জানিয়েছে, এতটা সময় মহাকাশে হেঁটে নতুন একটি রেকর্ড গড়েছেন সুনীতা উইলিয়ামস।

এটাই সুনীতার প্রথম স্পেসওয়াক নয়। আগেও অনেকবার মহাকাশে হেঁটেছেন তিনি। নাসা জানিয়েছে, এটা সুনীতার নবম এবং উইলমোরের পঞ্চম স্পেসওয়াক। নাসা জানিয়েছে, মহাকাশে হাঁটার ক্ষেত্রেও রেকর্ড আছে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসের। এখন পর্যন্ত তিনি সেখানে হেঁটেছেন মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট। নাসার হিসাব অনুসারে, স্পেসওয়াক করার সময়ের ক্ষেত্রে চতুর্থ তালিকায় আছেন সুনীতা।

মহাকাশে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সুনীতা। এ দুজনের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছিল। তবে তিনি এখন একদম সুস্থ রয়েছেন বলেও জানিয়েছিলেন সুনীতা নিজেই।  তাদের সুস্থ ভাবে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাসা জানিয়েছে, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনার জন্য ইলন মাস্কের স্পেসএক্সকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।

গত বছর জুন মাসে, বোয়িং-এর স্টারলাইনারে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে তারা দীর্ঘদিন মহাকাশ স্টেশনেই আটকে রয়েছেন।  সেখানে কার্যত বন্দি দশায় কাটাতে হচ্ছে সুনীতাদের। এই কারণে পরিকল্পনায় বেশ কিছু বদল আনতে হয় নাসাকে। ট্রাম্পের নির্দেশে আগামী মাসেই তাঁদের ফিরিয়ে আনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্কের সংস্থাকে।

ভিডিও দেখতে ক্লিক করুন 

আরবিএস/জে

Link copied!