শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:৩৫ এএম

শনিবার কী আছে ভাগ্যে,  জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:৩৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার উপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার, ২৩ আগস্ট ২০২৫,  চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ: বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে। প্রবাসী কারও আসার খবরে আনন্দ লাভ। বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জট থাকলেও তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন।

বৃষ: মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ। ছোটদের পড়াশোনার জন্য খুব উপযুক্ত সময়। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল যাবে না। সারা দিন ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে। সন্তানদের ব্যাপারে ভাল কোনও খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে।
 
মিথুন: ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে। অযথা ব্যয় বাড়া নিয়ে দুশ্চিন্তা। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, অপমানিত হওয়ার যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। গহনার ব্যবসায় উন্নতির যোগ। ভাল কাজে সুনাম হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা দেখা দেবে।

কর্কট: নতুন সম্পর্ক গড়ার আগে ভাল করে চিন্তা করুন। সারা দিন বহু দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে। প্রেমে বাধা থাকবে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীদের কাছ থেকে ভাল ব্যবহার পেতে পারেন। পেটের সমস্যা থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। গৃহনির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে। নিকট কারও জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি।
 
সিংহ: কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে। আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময়। ভ্রমণের জন্য খরচ বাড়বে। দাম্পত্য সম্পর্কে জটিলতা আসতে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু উপহার প্রাপ্তিতে আনন্দ লাভ। হতাশার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথিসেবায় শান্তিলাভ। সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে পারেন।

কন্যা: অপরের কথায় চললে অশান্তি বাধতে পারে। পুরনো কোনও আশা পূরণের চেষ্টা। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে আনন্দ দেবে। বিনিয়োগী ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে। ব্যয় কম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সমাজের কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্বামীর জন্য আয় বাড়তে পারে। বন্ধুদের পিছনে খরচ বাড়তে পারে। 

তুলা: চিকিৎসার খরচ বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন। দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন মনে কোনও কারণে ভয় কাজ করবে। কারও কাছ থেকে কোনও মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভাল করে চিন্তা করুন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। মা-বাবার কথায় গুরুত্ব দিন।

বৃশ্চিক: ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাধতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে কোনও উচ্চাশা থাকলে তা আজ প্রকাশ না করাই ভাল হবে। মামলা-মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

ধনু: চাকরিজীবীদের জন্য খুব খরচের সময়। কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে। প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। অবান্তর কথায় অশান্তি বাধতে পারে।

মকর: সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারও সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা। ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ। অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভাল হবে না। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে অর্থব্যয়। কোনও কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ: কর্মক্ষেত্রে সুখবর আসার পথে বাধা পড়তে পারে। শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। কারও কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কোনও আত্মীয়ের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। দাম্পত্য সমস্যার অবসান ঘটতে পারে। আইনি কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
 
মীন: বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হওয়ায় মনেকষ্ট। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ। কর্মে বদলির সম্ভাবনা রয়েছে। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন। প্রতিবেশীদের জন্য সংসারে ঝঞ্ঝাট হতে পারে। শত্রুপক্ষকে মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। শখ মেটাতে খরচ হতে পারে। শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতিকর হতে পারে। পিতা-মাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। 

Link copied!