ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৩৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ ২৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ রাশি

আজ চোখ, কান ও গলা সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য অশান্তি বাড়তে পারে। সরকারি কাজ নিয়ে সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সাময়িক মতভেদ আসতে পারে। শৌখিন দ্রব্য বা ইলেকট্রনিক্স দ্রব্য কিনতে অতিরিক্ত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।

বৃষ রাশি

অ্যালার্জির সমস্যায় কষ্ট পেতে পারেন। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাড়ির প্রবীণ সদস্যের চিকিৎসার কারণে অর্থ ব্যয় হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রা হতে পারে। গৃহঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে।

মিথুন রাশি

পেটের সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। যৌথ বা অংশীদারি ব্যবসায় মতভেদ মিটে যাবে। সপরিবারে ভ্রমণ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে।

কর্কট রাশি

গবেষণামূলক কাজে সাফল্য আসবে। যানবাহনের যান্ত্রিক গোলযোগের কারণে অর্থ ব্যয় হতে পারে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। উচ্চশিক্ষায় বাধা আসবে কর্কট রাশির জাতকদের। সম্পর্কের জটিলতা কমতে পারে।

সিংহ রাশি

অম্ল ও গ্যাসের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা। বাড়ি তৈরি বা সংস্কারের কারণে অর্থব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। অযোগ্য ব্যক্তিকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। উত্তরাধিকার বা বীমা থেকে অর্থ প্রাপ্তির যোগ আছে।

কন্যা রাশি

পারিবারিক অনুষ্ঠানে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে কন্যা রাশির জাতকদের সামনে। নতুন গাড়ি কিনতে পারেন। দূরবর্তী তীর্থস্থানে যাত্রা হতে পারে। কোনও হিতৈষী ব্যক্তির উপদেশে হঠাৎ আসা ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন।

তুলা রাশি

আজ শরীর-স্বাস্থ্য নিয়ে বেগ পেতে পারেন। পুরোনো কোনও যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর চিকিৎসার কারণে ব্যয় হতে পারে। নতুন ব্যবসায়িক সংযোগ হতে পারে। বৈবাহিক সূত্রে সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা আসতে পারে।

বৃশ্চিক রাশি

আজ চর্মরোগের প্রকোপ বাড়তে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ কমবে এবং দূরে ভ্রমণ হতে পারে। রক্তপাতের আশঙ্কা থাকছে। সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা আসবে।

ধনু রাশি

আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। নতুন চাকরি পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। বৈবাহিক সম্পর্কে জটিলতা বাড়বে। মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। নিকট বন্ধুর কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা।

মকর রাশি

আজ ব্যবসা লাভজনক থাকবে। অবিবাহিতদের বিয়ের সংযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত থাকছে। বাবার স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। আইনি জটিলতায় সমস্যায় পড়তে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ নিশ্চিত।

কুম্ভ রাশি

আজ কোনও সুখবর পেতে পারেন। নতুন কর্মলাভের আশা আছে। অনিশ্চিত বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির যোগ। আত্মীয়ের সঙ্গে শত্রুতা বাড়তে পারে। গলা বা দাঁতের সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। পারিবারের সঙ্গে মতভেদ বাড়তে পারে।

মীন রাশি

কোনও অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারেন। ব্যবসায় আইনি জটিলতা বাড়তে পারে। কাউকে অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন শৌখিন দ্রব্য কেনার ইঙ্গিত রয়েছে। নতুন ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা।