বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:৪৭ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:৪৭ এএম

ইতিহাসের আজকের এই দিনে।     ছবি- রূপালী বাংলাদেশ

ইতিহাসের আজকের এই দিনে। ছবি- রূপালী বাংলাদেশ

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, আর সেই সঙ্গে তৈরি হয় ইতিহাসের নানা অধ্যায়। মানবসভ্যতার পথচলায় যুক্ত হয় অসংখ্য ঘটনা, মনীষী কিংবা সাধারণ মানুষের জন্ম-মৃত্যু।

অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই, আজকের এই দিনে ঘটে যাওয়া অনেক ঘটনা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতাকে সমৃদ্ধ করেছে। তাই ইতিহাসের দিনপঞ্জি সবসময়ই মানুষের কাছে তাৎপর্যপূর্ণ।

আজ বুধবার, ২০ আগস্ট ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৮ - (৬ ভাদ্র ১২৩৫ বঙ্গাব্দ) হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তার বন্ধুবর্গ মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্মসমাজ শুরু করেন।

১৮৯৭ - চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।

১৯১৪ - জার্মান নাৎসি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।

১৯৪১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৬১ - পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়।

১৯৭০ - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৭১ - ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন।

১৯৮৮ - দীর্ঘ আট বছর পর ইরান-ইরাক যুদ্ধ বিরতি কার্যকর।

জন্ম

১৭৭৯ - জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের সহপ্রতিষ্ঠাতা

১৮৩৩ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি

১৮৪৭ - অ্যান্ড্রু গ্রিনউড, ইংলিশ ক্রিকেটার (মৃ.১৮৮৯)

১৮৫৮ - ওমর আল-মুখতার, ইতালীয় ঔপনিবেশবিরোধী লিবিয়ার গেরিলা যুদ্ধা ও স্বাধীনতাকামী নেতা

১৮৬৩ - মৌলভি আবদুল করিম শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী

১৮৬৪ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক (মৃ.০৬/০৬/১৯১৯)

১৮৮৬ - রবীন্দ্রসাহিত্য সমালোচক ও সাহিত্যিক অজিতকুমার চক্রবর্তী। (মৃ.১৯১৮)

১৮৯০ - এইচপি লাভক্রাফট, আমেরিকান ছোট গল্পের লেখক, সম্পাদক ও ঔপন্যাসিক (মৃ.১৯৩৭)

১৮৯৬ - গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবলার (মৃ.- ০৮/০৪/১৯৭৬)

১৯০১ - সরোজকুমার রায়চৌধুরী বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক (মৃ. ২৯/০৩/১৯৭২)

১৯৪০ - রেক্স সেলার্স, ভারতীয়-অস্ট্রেলিয়ান ক্রিকেটার

১৯৪২ - মেহেরুন নেসা, বাংলাদেশি কবি এবং শহীদ বুদ্ধিজীবী (মৃ. ২৭/০৩/১৯৭১)

১৯৪৪ - রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী। (মৃ.২১/০৫/১৯৯১)

১৯৪৫ - ঊষা গাঙ্গুলি, ভারতীয় নাট্য আন্দোলনের নির্ভীক কর্মী, নাট্য-পরিচালক,নাট্যাভিনেত্রী। (মৃ.২০২০)

১৯৪৬ - এন আর নারায়ণ মূর্তি, ভারতীয় ব্যবসায়ী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা

১৯৫২ - জন এম্বুরি, ইংরেজ ক্রিকেটার এবং কোচ

১৯৮১ - বেন বার্নেস (অভিনেতা), ইংরেজ অভিনেতা

১৯৮৩ - অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা

মৃত্যু

১৮৯৯ - বলেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্য কবি ও প্রাবন্ধিক। (জ.১৮৭০)

১৯০৬ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।(জ. ১৮৪৭)

১৯১৫- নোবেলজয়ী (১৯০৮) জার্মান জীবাণুবিদ, পল এইরলিখ।

১৯১৯ - গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার এবং রাগবি খেলোয়াড়। (জন্ম: ১৮৬৯)

১৯৩০ - চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং আম্পায়ার। (জন্ম: ১৮৫১)

১৯৬১- নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন পদার্থবিদ পার্সি ইউলিয়াম ব্রিজম্যান।

১৯৮৬ - গৌরীপ্রসন্ন মজুমদার, বাংলা আধুনিক ও চলচ্চিত্রের বিশিষ্ট গীতিকার ও সুরকার। (জ.০৫/১২/১৯২৫) আবদুর রশীদ তর্কবাগীশ, ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের 'বীরশ্রেষ্ঠ' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০১৩ - নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী, যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি।(জ.০১/১১/১৯৪৫)

২০২২ - সমর বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। (জ.১৯৩০)

২০২৪ - উৎপলেন্দু চক্রবর্তী, ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক, লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব। (জ.১৯৪৮)

ছুটি ও অন্যান্য

বিশ্ব মশা দিবস

রূপালী বাংলাদেশ

Link copied!