ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:০৬ পিএম
চলতি বছরে মোট ২৪,৯৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও একজন মারা গেছেন এবং নতুন করে ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০৩।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ১১৬ জন এবং ঢাকার বাইরে ২৬৬ জন রয়েছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত ২৩,৬৩৩ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে মোট ২৪,৯৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।