ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দমন-পীড়নের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে নতুন পোশাক অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার।
শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। তবে সদস্যদের কাছে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে।
নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান বলেন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যে পেয়ে যাব।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।
তিনি বলেন, পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে।


