শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:৫৬ এএম

মেটাতে একজন এআই প্রকৌশলীর আয় জানলে চমকে যাবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:৫৬ এএম

মোবাইলে মেটার লোগো। ছবি: সংগৃহীত

মোবাইলে মেটার লোগো। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির জোয়ার চলছে। এই খাতের গুরুত্ব ও সম্ভাবনা এতটাই বেড়ে গেছে যে, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে দক্ষ এআই প্রকৌশলীদের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে প্রস্তুত। বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মেটা (Meta) তাদের এআই প্রকৌশলীদের যে বেতন দিচ্ছে, তা শুনলে বিস্মিত না হয়ে উপায় নেই।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজকের প্রযুক্তিনির্ভর দুনিয়ায় উদ্ভাবনের মূল শক্তিতে পরিণত হয়েছে। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট চালানো, পছন্দের কনটেন্ট সাজিয়ে দেওয়া, কিংবা ভার্চুয়াল দুনিয়ায় বাস্তব অভিজ্ঞতা তৈরি করা সব কিছুর পেছনেই আছে এআই। এই প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রযুক্তির সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে নতুনভাবে। আর এই পরিবর্তনকে সবচেয়ে জোরেশোরে এগিয়ে নিয়ে যাচ্ছে মেটা।

আগে যার নাম ছিল ফেসবুক, সেই মেটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেটাভার্সে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। তাদের লক্ষ্য যেভাবে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি, কাজ করি এবং বিনোদন উপভোগ করি, তা সম্পূর্ণ বদলে দেওয়া। এই প্রযুক্তিগুলো শুধু ভবিষ্যৎ নয়; বরং বিশ্বব্যাপী আমাদের জীবনের অংশ হয়ে উঠছে এখনই।

মেটার এআই প্রকৌশলীরা মূলত কাজ করেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন ও আধুনিক ডিপ লার্নিং মডেলের মতো জটিল ক্ষেত্রে। এই প্রযুক্তির মাধ্যমে তারা তৈরি করেন কন্টেন্ট রিকমেন্ডেশন, ভার্চুয়াল রিয়েলিটি ও অন্যান্য সেবা, যা কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন প্রভাবিত করে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এইচ-১বি ভিসা সংক্রান্ত নথি থেকে জানা গেছে, মেটার একজন শীর্ষ এআই গবেষণা প্রকৌশলী বছরে ৪ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত বেসিক বেতন পান। শুধু তাই নয়, বিশেষ করে এআই ও প্রযুক্তি গবেষণাভিত্তিক পদে কর্মরত সিনিয়রদের মেটা বড় অঙ্কের স্টক গ্রান্টও দিয়ে থাকে, যা তাদের মোট উপার্জনকে আরও বাড়িয়ে তোলে।

বেসিক বেতনে মেটার এআই প্রকৌশলীরা পেতে পারেন বছরে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে, বোনাস ও শেয়ার অপশন যোগ করলে এই আয় বেড়ে যায় অনেকগুণ। এন্ট্রি-লেভেলের প্রকৌশলীদের মোট আয় দাঁড়াতে পারে বছরে ১ রাখ ৮০ হাজার ডলারের বেশি।

মেটার এই বেতন কাঠামো শুধু বেসিক বেতনের ওপর নির্ভর করে না; বরং কোম্পানির সঙ্গে প্রকৌশলীদের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিশ্চিত করতে স্টক অপশন ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়। এতে প্রকৌশলীরা মেটার ব্যবসায়িক সাফল্যের সঙ্গে যুক্ত থাকেন এবং কোম্পানির মূল্যবৃদ্ধির সুফল পান।

বেতনের পাশাপাশি মেটা এআই প্রকৌশলীদের দেয় এমন এক পরিবেশ যেখানে তারা নতুন গবেষণা ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ একসাথে করতে পারেন। সেরা মেধাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে এআই প্রকৌশলীরা তৈরি করেন ভবিষ্যতের প্রযুক্তি, যা বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রা বদলে দিচ্ছে।

মাঝারি অভিজ্ঞতার প্রকৌশলী বছরে পেতে পারেন ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার ডলার বেতন, আর মোট আয় বোনাস ও স্টক অপশনসহ হতে পারে ২ লাখ ৫০ হাজার ডলারেরও ওপরে। সিনিয়র এআই প্রকৌশলী এবং গবেষকরা মেটায় উপার্জন করেন ৩ লাখ ডলারেরও বেশি, যেখানে বোনাস ও স্টক গ্রান্টগুলো মূল আয়কে বহুগুণ বাড়িয়ে দেয়।

মেটায় এআই প্রকৌশলী হওয়া মানে টেক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা আর্থিক সুবিধা পাওয়া। শুরু থেকে সিনিয়র স্তর পর্যন্ত মেটার বেতন ও সুযোগ-সুবিধা প্রমাণ করে, তারা শীর্ষ প্রযুক্তি প্রতিভাকে আকৃষ্ট ও ধরে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!