গুগল ট্রান্সলেটে যুক্ত হয়েছে এমন একটি ফিচার, যেখানে ব্যবহারকারীরা এখন থেকে চাইলে দ্রুত অনুবাদ কিংবা আরও নির্ভুল অনুবাদের মধ্যে বেছে নিতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই সুবিধা অনুবাদের অভিজ্ঞতাকে এক ধাপ এগিয়ে নেবে।
প্রযুক্তিবিষয়ক সূত্র বলছে, এই ফিচারে থাকবে দুটি আলাদা মডেল ‘ফাস্ট এআই’ ও ‘অ্যাডভান্সড’। ফাস্ট এআই মূলত গতি ও তাৎক্ষণিক অনুবাদের জন্য তৈরি, যা চলতি কাজের সুবিধার্থে ব্যবহৃত হবে। অন্যদিকে, অ্যাডভান্সড মডেল জেমিনাই এআই দ্বারা চালিত, যেখানে অনুবাদের নির্ভুলতা ও প্রাসঙ্গিকতার ওপর জোর দেওয়া হবে। আপাতত এই উন্নত সংস্করণ কেবল ইংরেজি–স্প্যানিশ ও ইংরেজি–ফরাসি ভাষার জন্য চালু হয়েছে।
গুগল জানিয়েছে, ট্রান্সলেট অ্যাপের নতুন সংস্করণে দৃশ্যমান কিছু পরিবর্তনও এসেছে। ভয়েস ইনপুট বোতাম ছোট করে ডান পাশে নেওয়া হয়েছে, মাইক্রোফোন, হাতের লেখা ও পেস্ট টুল একত্র করে নিচে নতুন টুলবারে বসানো হয়েছে। কনটেন্ট সংরক্ষণের জন্য যোগ হয়েছে নতুন বুকমার্ক অপশন।
শুধু অনুবাদ নয়, ভাষা শেখার ক্ষেত্রেও নতুন সুযোগ আনছে গুগল। চালু হচ্ছে ‘প্র্যাকটিস মোড’, যা এক ধরনের গেইমভিত্তিক শেখার ব্যবস্থা। এখানে থাকবে প্রাথমিক, মধ্যম ও উন্নত স্তর, সঙ্গে থাকবে খাবার, শুভেচ্ছা কিংবা দিকনির্দেশনার মতো নানা পরিস্থিতিতে অনুশীলনের সুযোগ। ব্যবহারকারীরা চাইলে নিজের মতো করে প্র্যাকটিস দৃশ্য তৈরি করতে পারবেন।
২০০৬ সালে যাত্রা শুরু করা গুগল ট্রান্সলেট বর্তমানে ১৩০টিরও বেশি ভাষা সমর্থন করে এবং প্রতিদিন শত শত কোটি অনুবাদের কাজ করে। নতুন এই পরিবর্তনের ফলে দ্রুত অনুবাদ ও ভাষা শেখা দুই ক্ষেত্রেই আরও বড় সুবিধা পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা।