ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১০:৩০ এএম
ছবি- সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরির মধ্যে প্রথম ধাপের ১৪টি কারিগরি পদের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

এক হাজার ৭৯১টি শূন্য পদে নিয়োগের অংশ হিসেবে এই লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ জুলাই) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ৩১ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৪ সালের ৯ মার্চের সংশোধিত বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথম ধাপে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।

নির্ধারিত ১৪টি পদ হলো- ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিকল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান।

পরীক্ষার্থীদের ২৯ জুলাই (মঙ্গলবার) থেকে খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার দিন রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনা আবশ্যক।