ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

‘জুলাই-আগস্টের আন্দোলনে পেছন থেকে নির্দেশদাতাদের বের করার চেষ্টা চলছে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলে জনিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আরও পড়ুন: ‘বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই’

এসময় তিনি আরও বলেন, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার যেন এমনটা না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।

ন্যায় বিচার নিশ্চিত করা ও যথাযথ প্রক্রিয়ায় বিচার এগিয়ে নিতে কিছুটা সময় দিতে শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানিয়ে তাজুল ইসলাম বলছেন, যুক্তি সঙ্গত সময় নিবো আমরা। বিচারে দেরি করা হবে না। শহীদ পরিবারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।