ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ঈদের পর হবে শেখ হাসিনার বিচার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৫:৫৯ এএম
শেখ হাসিনা ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে পবিত্র ঈদুল আজহার পর বিচারপ্রক্রিয়া শুরু হবে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, সোমবার (১২ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশনের কাছে দাখিল করবে তদন্ত সংস্থা। তবে যথাযথ প্রক্রিয়া শেষে জুন মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে বিচারপ্রক্রিয়া।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ২০ এপ্রিল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনীত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে ও সুপিরিয়র রেসপনসিবিলিটির মাধ্যমে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ, পুলিশ বাহিনীসহ সবাইকে এসব অপরাধের নির্দেশনা দিয়েছিলেন। এই অপরাধ পরিকল্পনা সাজানো থেকে শুরু করে মাঠপর্যায়ে বাস্তবায়নে কাজ করেছিলেন তারা।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৩৩০টি অভিযোগ জমা পড়েছে। এর প্রায় সবকটি অভিযোগেই আছে শেখ হাসিনার নাম। তবে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে ট্রাইব্যুনালে। যেখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।