গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই খন্দকার রাহাত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (২৩ মে) বিকালে ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই দুপুর আড়াইটা দিকে রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। সেসময় বিক্ষোভকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে অনেকে আহত হওয়ার পাশাপাশি জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। আন্দোলনে সরকার পরিবর্তনের পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম রামপুরা থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. মোকছেদুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই বাচ্চু মিয়া তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাহাতের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। জামিন শুনানি হবে নথি পাওয়ার পর।
এর আগে, বৃহস্পতিবার (২২ মে) বিকাল পৌনে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাহাত হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রামপুরা থানার জহিরুল হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আপনার মতামত লিখুন :