ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

৫ দিনের রিমান্ডে শওকত মাহমুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:১৪ পিএম
রিমান্ড শুনানির জন্য শওকত মাহমুদকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। ছবি- সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে হেফাজতে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম ফাহমিনা খন্দকার আন্না বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রিমান্ডের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। শুনানিকালে শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়।

আদালত সংশ্লিষ্টরা জানান, গত সোমবার শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ। শওকত মাহমুদের পক্ষে তার আইনজীবী শফিউজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত রোববার গ্রেপ্তার করা হয় শওকত মাহমুদকে। সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। গত ২৫ এপ্রিল শওকত মাহমুদ ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসে ‘জনতা পার্টি বাংলাদেশ’।