শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৩:০৯ পিএম

স্কালোনিকে ব্রাজিলের কোচ বানানোর ভাবনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৩:০৯ পিএম

স্কালোনিকে ব্রাজিলের কোচ বানানোর ভাবনা

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে ব্রাজিলের ডাগআউটে দেখার ভাবনা যেন অবিশ্বাস্য! তবে কার্লো আনচেলত্তিকে ঘিরে অনিশ্চয়তার মাঝে এমনই এক বিস্ময়কর প্রস্তাবের ইঙ্গিত দিলেন ব্রাজিলের এক সাংবাদিক।

ব্রাজিলিয়ান সাংবাদিক ফ্লাভিও প্রাডো দাবি করেন, ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) চাইলে স্কালোনিকে তার বর্তমান পারিশ্রমিকের পাঁচ গুণ বেশি প্রস্তাব দিয়ে টানতে পারে।

প্রাডোর মতে, ‘স্কালোনিকে এমন প্রস্তাব দিলে তিনি বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে আলাপ করবেন, এবং দু’জনেই হতবাক হয়ে যাবেন।’

যদিও এ প্রস্তাবটি অনেকটা কৌতুকের ছলে বলা হলেও, স্থানীয় গণমাধ্যম তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে স্কালোনি নিজে এসবের কিছুই জানতেন না।

স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের মুখে পুরো ঘটনা শুনে বিস্মিত প্রতিক্রিয়া দেন তিনি— ‘আমি কিছুই জানতাম না। আমার মনে হয় না এমন কিছু ঘটবে। আমার অনুভূতি বলছে, আনচেলত্তি যদি আসতে চান, তাকে আসতে দাও। তবে আমি নয়।’

স্কালোনি আরও একবার নিশ্চিত করেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবেই থাকবেন। তার অধীনেই মেসি, ডি মারিয়ারা জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ এবং টানা দুই কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪)। 

ব্রাজিলকে চলতি বিশ্বকাপ বাছাইপর্বে হোম ও অ্যাওয়ে— দুই ম্যাচেই হারিয়ে দিয়েছে তার দল। বিশেষ করে গত ২৬ মার্চ বুয়েন্স আইরেসের মনুমেন্তালে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিলকে।

অন্যদিকে, ব্রাজিলের কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি মৌখিকভাবে একে অপরের থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে এবং এল ক্লাসিকোর পরই (রোববার) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে এর আগেও এমন চুক্তির পর পিছু হটেছিলেন রিয়াল সভাপতি পেরেজ। এবারও যদি নতুন করে কোনো জটিলতা না তৈরি হয়, তাহলে আগামী ২৬ মে’র মধ্যেই ব্রাজিল তাদের কোচ হিসেবে আনচেলত্তির নাম ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

 কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে সেলেসাও।
 

রূপালী বাংলাদেশ

Link copied!