ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

দোহায় যাত্রাবিরতিতে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:৪৯ এএম
বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত

লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে দোহায় যাত্রাবিরতিকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে দোহা হয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সৌজন্যে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়া এখন ঢাকায় ফেরার পথে রয়েছেন। এ বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি।