ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

পটিয়ায় চালককে অজ্ঞান করে রিকশা ছিনতাই

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:৫৬ পিএম
রিকশা চালক মো. ফোরকান। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় দিনে-দুপুরে রিকশা চালককে অজ্ঞান করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া রিকশা চালক মো. ফোরকান (৪০) উপজেলার কচুয়াই ইউনিয়নের শাহ আলমের পুত্র।

তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে ফোরকানের রিকশা ভাড়া নেয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নিয়ে নাকে-মুখে মলম লাগিয়ে অজ্ঞান করে রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।

রিকশা চালকের আত্মীয় আলমগীর জানান, ‘যাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অজ্ঞান করে রিকশাটি নিয়ে চলে যায়।’

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুচিতা দেব বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে সম্প্রতি পটিয়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।