ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

শিশু সাজিদকে যেভাবে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৫৩ পিএম
ফায়ার সার্ভিস কর্মীর কোলে শিশু সাজিদ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাটির ৫০ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এই উদ্ধার কার্যক্রমের তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও খড় ও নরম মাটির কারণে তার শরীরে কোনো বড় ধরনের আঘাত ছিল না। তাই তার বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল।

ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেন। গর্তের পাশে রাতভর বেঁচে ফেরার আশায় সাজিদের মা নির্ঘুম কাটান, সন্তানকে ফিরে পাওয়ার জন্য বিরামহীন কান্না ও দোয়া চালিয়ে যান।

পরবর্তীতে শিশু সাজিদকে রাত ৯টা ৩৫ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে শিশুটি হাসপাতলে আনার আগেই মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।