ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১১:৪০ পিএম
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল এবং নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাচে ক্যাপ্টেন (আরএনএলএন) জি. (জিওর্ডি) ক্লেইন, ইএমএসডি, এমএসসি।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বন্দরে আগমনের পর তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতের সময় কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বন্দরের জাহাজ পরিচালনার সময় কমানো, সাম্প্রতিক উন্নয়ন এবং বিভিন্ন সূচকে অগ্রগতির বিষয়ে অতিথিদলকে অবহিত করেন। রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল  বাংলাদেশের মেরিটাইম সেক্টর, বিশেষ করে পোর্ট ডেভেলপমেন্ট, শিপ বিল্ডিং এবং শিপ রিসাইক্লিং-এ বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। টাচে ক্যাপ্টেন (আরএনএলএন) জি. (জিওর্ডি) ক্লেইন, ইএমএসডি, এমএসসি বাংলাদেশের সামুদ্রিক বিষয়ে আগ্রহ তুলে ধরে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত কোল্ড চেইন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। এ ছাড়া কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে অতিথিদের জন্য চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরে তারা বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করে বন্দর ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।

উভয় দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই সফর ভবিষ্যতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ককে আরও দৃঢ় ও উচ্চতায় নিয়ে যাবে।