দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩০ জন।
তিনি আরও বলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এতে নতুন করে যুক্ত হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৪২ জন; বাদ পড়েছেন এক হাজারের বেশি। এর আগে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি, যেখানে মোট ভোটার ছিল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। দাবি-আপত্তি সংশোধন শেষে গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। নির্বাচনের আগে আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। যা চূড়ান্ত হবে আগামী ৩০ নভেম্বর। আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে সরকারি সংস্থাটি।
প্রতিবন্ধীদের ভোটাধিকার নিয়ে আলোচনাও জুলাই আন্দোলনের ফসল: সানাউল্লাহ
এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সব জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিও গুরুত্বপূর্ণ। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
এ নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে প্রতিবন্ধীরা ভোটাধিকার পাবেন। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ভোটারদের সুষ্ঠু পরিবেশের জন্য ইসি কাজ করছে। পরিবার ও সমাজের সহযোগিতাও এক্ষেত্রে প্রয়োজন।
৩৬ জুলাই সমাজে অনেক পরিবর্তন এনেছে মন্তব্য করে তিনি বলেন, আলোচনাটাই ৩৬ জুলাইয়ের ফসল। কারণ, আমরা যেখানে নির্বাচনই ভুলে গিয়েছিলাম, নির্বাচনে অংশগ্রহণ তাও আবার বিশেষভাবে চাহিদাসম্পন্ন মানুষেরÑ এগুলো তো প্রায়োরিটি লিস্টের অনেক পেছনে ছিল। এখন অন্ততপক্ষে এটা সামনে এসেছে, আমরা এটা নিয়ে বলতে পারছি।
প্রতিবন্ধীদের বিষয়ে সমাজ, দেশ ও জাতি হিসেবে অনেক বেশি করণীয় রয়েছে মন্তব্য করে সানাউল্লাহ বলেন, সার্বিকভাবে পুরো সমাজেই আমরা তাদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারিনি। ইসি এর বাইরে নয়; এটা দুঃখজনক। আমাদের অনেক পথ এগোতে হবে। মানসিকভাবে যারা আসবেন না, তাদের ছাড়া সবার ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। শুধু দৃষ্টি প্রতিবন্ধী নয়, যাদের হাতটা কাঁপে, কেন্দ্রে যেতে পারেন না, যারা বয়স্ক, তাদেরও সহায়তা দেওয়ার বিধান রয়েছে।