কোনো কিছুর কারণে চাপে পড়ে আমি যদি আন্দোলন প্রত্যাহারের ডাক দিই, তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই আন্দোলন চালিয়ে যাবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের মত পথ আলাদা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সময়ে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাদের বিচারের দাবিতে একমত হয়েছি।’
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারের (৯ মে) মতো শনিবার (১০ মে) শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে, শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।
আপনার মতামত লিখুন :