আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। তাই এখনকার প্রয়োজন অনুযায়ী ৭২-এর সংবিধানের ফান্ডামেন্টালস ধরে রেখে কাজ করা উচিত।
রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, সংবিধান নিয়ে গঠিত খসড়ায় ‘জুলাই সনদ’-কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে উচ্চকক্ষের ক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন নতুন কমিশনের প্রস্তাব, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আইন উপদেষ্টা বলেন, সব উত্তর সংবিধানে থাকে না। সুশাসনের জন্য ছোট ছোট আইনেরও প্রয়োজন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন