ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

পুশ ইন বন্ধে ভারতকে কড়া বার্তা ঢাকার 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:৩৪ এএম
সাতক্ষীরা ও সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফের রেখে যাওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চলতি মাসের ৭ মে থেকে ৯ মে'র ভেতর তিন দিনে ৬ জেলার অনেক সীমান্ত দিয়ে তিনশর মতো মানুষকে বাংলাদেশের সীমানায় ‘পুশ ইন’ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের পুশ ইনের ঘটনায় দিল্লিকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ মে) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় । 

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানায় কর্তৃপক্ষ।  

পত্রে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে কোনো পূর্বসম্মতি বা আলোচনাবিহীনভাবে পুশ ইন প্রক্রিয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু দুই দেশের সীমান্ত নিরাপত্তা নয়, বরং সামগ্রিকভাবে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

এ ধরনের কার্যক্রম ১৯৭৫ সালের বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা, ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনা অনুযায়ী পারস্পরিক সম্মত সিদ্ধান্তের পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া মেনে বাংলাদেশ তাদের  ফেরত  নেবে। এর ব্যত্যয় হলে দুই  দেশের  বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে।

বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশের পরিবর্তে তাদের আদি নিবাস মিয়ানমারেই ভারতের ফেরত পাঠানো উচিত। কোনোভাবে ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পুশইন করাটা উচিত হবে না। বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের পুশইন অগ্রহণযোগ্য এবং তা পরিহার করা উচিত বলেও চিঠিতে উল্লেখ করা হয়।