চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) চট্টগ্রামের সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এই জমি হস্তান্তরের মাধ্যমে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। যা দীর্ঘদিনের দাবি ছিল নগরবাসীর।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় নির্মিত হবে।
আপনার মতামত লিখুন :