আনসার-ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ ও ‘সন্জ্ঞীবন প্রজেক্ট’ নামক নতুন কর্মসূচি তৃণমূল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে ভাগ্যোন্নয়ন ঘটাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (১৩ মে) মাদারীপুর আনসার ব্যাটালিয়নে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর নতুন এই কর্মসূচি সুবিধাবঞ্চিত সদস্যদের প্লাটুন সংগঠনকেন্দ্রিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগ ও বিনিয়োগ কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে জীবিকা উন্নয়নে নতুন ধারার সূচনা করবে । আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি এসডিজি লক্ষ্য অর্জনেও অবদান রাখবে।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুগোপযোগী এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজ দায়িত্ব পরিধিকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত স্বার্থ ও লক্ষ্যহীনতা নয়। তিনি বাহিনীর সব সদস্যকে প্রবল দেশপ্রেম, আদর্শ, সততা নিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় একযোগে সমন্বিত কাজ করার নির্দেশনা প্রদান করেন।
আনসার-ভিডিপি বাহিনী প্রধান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উনয়নের ক্ষেত্রসমূহ শক্তিশালীকরণে জোরালো ভূমিকা রাখতে আনসার-ভিডিপি প্রতিনিয়ত নবউদ্যোগ গ্রহণ ও সেগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদারীপুর ও শরীয়তপুরের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর আগামী চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ (ড্রাইভিং, ক্যাটারিং ও হসপিটালিটি, আইটি) তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়াও মাদারীপুর ‘শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটে’ ভিডিপি সদস্যদের প্রশিক্ষনে যোগদানের প্রয়োজনীয় সমন্বয়ের জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
আপনার মতামত লিখুন :