রাজধানীর মোহাম্মদপুরে মো. রুবেল ওরফে সিডি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার থানার রায়েরবাজার ক্যান্সার গলিতে দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের স্ত্রী তামান্না জানান, ‘আমার স্বামী ক্যান্সার গলিতে ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রুবেলের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতার জেরে ঘটে থাকতে পারে।
আহত রুবেলের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানান এসআই নাজমুল।
আপনার মতামত লিখুন :