ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:২৬ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় উপদেষ্টা মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

এনসিপির একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এদিন সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ।

তবে কী নিয়ে তারা আলোচনা করেছেন তা জানা যায়নি।

এটি সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাক্ষাতে আলোচনা হতে পারে।

তবে একাধিক সূত্র বলছে, তারা ঠিক কোন কোন বিষয়ে হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

তবে এ নিয়ে দলটির ফোরাম মিটিংয়ে নাহিদ ইসলাম অবগত করবেন বলেও একটি সূত্র জানায়।