বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর ভারতে অবৈধভাবে বসবাসকারী তথাকথিত বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ভারত সরকার।
এ প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ মে) জানিয়েছে, তারা বাংলাদেশের কাছে ২ হাজার ৩৬০ জন অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ভারতে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন, যাদের দেশে ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারের কাছে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।’
‘আমাদের হাতে ২,৩৬০ জন অভিবাসীর একটি তালিকা রয়েছে যাদের প্রত্যাবাসনের জন্য যাচাই প্রয়োজন। আমরা চাই, বাংলাদেশ দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করুক।’
তিনি আরও বলেন, ‘যে কেউ অবৈধভাবে ভারতে থাকলে, তার জাতীয়তা যা-ই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি সূত্র নিশ্চিত করেছে, এ বিষয়ে একটি চিঠি বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। সূত্রমতে, ২ হাজার ৩৬৯ জন বাংলাদেশি অভিবাসীর তালিকা ঢাকা পাঠানো হয়েছে।
সম্প্রতি ভারত ‘পুশ-ব্যাক’ নীতির আওতায় পূর্ব সীমান্ত দিয়ে অনিবন্ধিত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে।
এ পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।