ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১০:৫৬ পিএম
ছবি- সংগৃহীত

পাকিস্তান-ভারত উত্তেজনার জেরে আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দুই প্রতিবেশী দেশ। আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের বিমান পাকিস্তানের এবং পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

শুক্রবার (২৩ মে) একযোগে জারি করা ঘোষণায় ভারত ও পাকিস্তান জানায়, এই সময়সীমার মধ্যে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া নেওয়া সামরিক ও বেসামরিক কোনো বিমান একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

রয়টার্স জানিয়েছে, চলতি মাসের শুরুতে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই প্রথম দফায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর তা নবায়ন করে ২৩-২৪ জুন পর্যন্ত কার্যকর রাখা হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সামরিক বিমানসহ কোনো ধরনের ভারতীয় নিবন্ধিত বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। একইভাবে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পাকিস্তানের নিবন্ধিত ও মালিকানাধীন সব ধরনের বিমান নিষিদ্ধ করেছে।

উল্লেখ্য, দুই দেশ সাময়িকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও আকাশসীমা ব্যবহারের বিষয়ে সমাধানে পৌঁছাতে পারেনি।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা শুধু সামরিক বা কূটনৈতিক বার্তা নয়, বরং আঞ্চলিক যাত্রী ও কার্গো পরিবহনেও বড় ধরনের প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ার আকাশপথে এমন নিষেধাজ্ঞা অনিশ্চয়তা ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে।