বৃষ্টিভেজা সকালে যুক্তরাজ্যের কিংসটনে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কিংসমেডাও স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন তিনি।
ঈদের এই নামাজে তারেক রহমানের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী। একই জামাতে অংশ নেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান।
লন্ডনের সকালটা ছিল বৃষ্টিস্নাত, তবে আবহাওয়ার বাধা উপেক্ষা করেই শত শত প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মী এই জামাতে অংশ নেন। ঐতিহ্যবাহী এই মাঠেই প্রতিবছর লন্ডন প্রবাসী বাংলাদেশিরা বড় পরিসরে ঈদের নামাজ আদায় করে থাকেন। এবার সেখানে কেন্দ্রবিন্দু ছিলেন তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন