ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আজ শুরু হচ্ছে ‘বিয়ার সম্মেলন’ ও ‘সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১০:১৯ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আয়োজন ‘বিয়ার সম্মেলন’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে আগামীকাল বুধবার (১৭ জুলাই) থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বিশ্বব্যাংকের সহায়তায় এই সম্মেলন আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বিভাগের ইডিজি প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আইসিটি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, সরকার, সেমিকন্ডাক্টর খাত, একাডেমিয়া এবং প্রবাসী প্রযুক্তিবিদদের সমন্বয়ে এমন আয়োজন বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা ইতোমধ্যে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর পলিসির’ খসড়া প্রস্তুত করেছি, যা শীঘ্রই চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপিকেও এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন কারিগরি অধিবেশনে তাঁরা আলোচক হিসেবে অংশ নেবেন।

সেমিকন্ডাক্টর শিল্পে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে সচিব বলেন, এই শিল্পের জন্য ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত রপ্তানি নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) দেওয়ার প্রস্তাব ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে দেওয়া হয়েছে। মাত্র ২০ হাজার দক্ষ জনবল দিয়েই আগামী ১০ বছরে এ খাত থেকে ১৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. মেহেদী হাসান, গ্লোবাল ফাউন্ডারসের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাশেদ এবং মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা।