প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।’
‘হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল। চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি:, প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’
তবে এ পোস্টটি করার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে মুছে ফেলা হয়।
গতকাল রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে হতাহতের একটি তালিকা দেয় আইএসপিআর।
সর্বশেষ আপডেট অনুযায়ী হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা নিম্নরূপ:
* কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০
* বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০
* ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১
* সিএমএইচ ঢাকা: আহত ২৮, নিহত ১৬
* লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১৩, নিহত ২
* উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
* উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০
* শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: আহত ১, নিহত ০
* ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১
* কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত ০
সব মিলিয়ে এখন পর্যন্ত আহত হয়েছেন ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।