ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরহেদ রাজশাহীতে পৌঁছেছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে তার মরদেহটি পৌঁছায়। এরপর মরদেহটি রাজশাহীর উপশহর এলাকায় অবস্থিত তার ভাড়া বাসায় নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেন সাগরের মেজো চাচা মতিউর রহমান। তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের মরহেদ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়।
তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টার সময় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন কার হবে। এর আগে ঢাকায় সাগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বলে জানান মতিউর রহমান।
স্বজনরা জানান, জানাজার জন্য মরদেহ নেওয়া হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজা হবে বিকাল সাড়ে ৪টায়।
এদিকে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম ওরফে সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। দুপুর দেড়টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে গিয়ে দেখা যায়, গোরস্তান মসজিদের পাশে তার কবর খনন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :