ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ‘ড্রোন শো’ দেখাবে বিটিভি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:০৪ পিএম
‘জুলাই শহীদদের’ স্মরণে আয়োজন করা হবে ‘ড্রোন শো’। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচার করবে একাধিক বিশেষ অনুষ্ঠান। এদিন সকাল থেকে রাত পর্যন্ত সম্প্রচারিত হবে বিভিন্ন আয়োজন, যার মূল কেন্দ্রবিন্দু থাকবে জাতীয় সংসদ ভবনের সামনের মঞ্চে।

বিটিভি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি সকাল ১১টা থেকে সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে সংগীত, আলোচনা এবং শিল্প-সাহিত্যভিত্তিক পরিবেশনা।

সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসেবে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি সম্প্রচারিত হবে ‘জুলাই শহীদদের’ স্মরণে আয়োজন করা ড্রোন শো। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শৈল্পিক উপস্থাপনায় উঠে আসবে ইতিহাস, প্রতিরোধ ও গণমানুষের আত্মত্যাগের বার্তা।

রাত ৯টায় প্রচারিত হবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। মামুন মাহমুদের প্রযোজনায় এবং ফারুক ওয়াসিফের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

এ ছাড়া রাত ১০টায় থাকবে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাটক ‘রাহুগ্রাস’, যা জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত একটি রাজনৈতিক নাট্যপ্রকাশ।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়েও থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিকেলে ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রাত ৮টায় সরাসরি সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’।