সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে আলোকচিত্রীদের ভূমিকার যথাযথ মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। সোমবার (১১ আগস্ট) রাজধানীতে পাঠশালার আয়োজনে এক ভ্রাম্যমাণ আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ অভিযোগ করেন।
শহীদুল আলম বলেন, একটি ছবি পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। ভিয়েতনাম ও আফ্রিকাতে যেমন হয়েছে, তেমনি শেখ হাসিনার পতনেও আমরা ভূমিকা রেখেছিলাম। কিন্তু আলোকচিত্রীদের সেই ভূমিকার প্রকৃত মূল্যায়ন দেওয়া হয়নি।
প্রদর্শনীতে জুলাইয়ের উত্তাল দিনগুলোতে চৌদ্দজন চিত্রশিল্পীর তোলা কয়েকটি আলোকচিত্র প্রদর্শন করা হয়। ভ্রাম্যমাণ এ প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হয়।
এ সময় প্রদর্শনীতে ইতিহাসের সাক্ষী ও লড়াইয়ের হাতিয়ার হিসেবে আলোকচিত্রের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে।