ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

মামার বিয়ের রাতে উধাও দীপ্তি সরকার এখন জান্নাতুল ফেরদৌসী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:৫৩ এএম
খুলনার পাইকগাছার কলেজছাত্রী দীপ্তি সরকার মামার বিয়ের রাতে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর খোঁজ মিলেছে। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছার কলেজছাত্রী দীপ্তি সরকার মামার বিয়ের রাতে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর খোঁজ মিলেছে।

জানা গেছে, তিনি স্বেচ্ছায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণ করেছেন। তিনি নতুন নাম রেখেছেন জান্নাতুল ফেরদৌসী (মাহী)।

গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সাতক্ষীরায় নোটারি পাবলিক আদালতে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে দীপ্তি সরকার ইসলামধর্ম গ্রহণ করেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

দীপ্তির বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে। তার পিতা সুব্রত সরকার এবং মাতা রঞ্জিতা সরকার।

পারিবারিক সূত্রে জানা যায়, মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দীপ্তি তালা উপজেলার গুনালী নলতা এলাকায় যান। ৩১ জুলাই রাত আনুমানিক ২টার দিকে বিয়ের অনুষ্ঠানস্থল থেকে তিনি নিখোঁজ হন। 

ঘটনার পর পরই তার পরিবার তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করে। পরিবারের প্রাথমিক ধারণা ছিল, এটি প্রেমসংক্রান্ত ঘটনা হতে পারে।

তবে এখনো নবমুসলিম জান্নাতুল ফেরদৌসী (দীপ্তি) কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।