ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামে এবি পার্টিতে বিভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:৫৪ পিএম
এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মীর যোগদান। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগদান করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কুড়িগাম পৌরসভার সবুজপাড়াস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে সদস্য ও কর্মী যোগদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের দলে বরণ করে নেন দলীয় নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দীক। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান। 

বিশেষ অতিথি ছিলেন: জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজর আলী, যুগ্ম সদস্য সচিব একরাম আলী ও আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম এবং রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগর।

এ ছাড়াও ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নের আহ্বায়ক মেহেরুল ইসলাম ও ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ছাত্র সংগঠনের ৩০ জনসহ জেলা ও উপজেলা কমিটির প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. আবু বকর সিদ্দীক বলেন, ‘আমাদের রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি। দলের কেউ যদি অন্যায়ের শিকার হয়, আমরা সর্বোচ্চ পর্যায় থেকে সহায়তা করব। প্রশাসন যদি ন্যায়নিষ্ঠ থাকে, তাহলে নাগরিক তার অধিকার পাবে। কিন্তু প্রশাসন যদি দলকানা হয়, তাহলে অধিকার বঞ্চিত হবে। এবি পার্টি দায়িত্ব ও দরদের রাজনীতি করে—আমরা কোনো সুপারিশ বা পক্ষপাতিত্বে বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘কল্যাণমূলক রাষ্ট্র গড়তে হলে সবাইকে দায়িত্বশীল ও জনদরদি রাজনীতি করতে হবে।’