ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

এক মঞ্চে বিএনপি প্রার্থী দীপু ও কাজী মনির, রাখলেন হাতে হাত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:৪০ পিএম
এক মঞ্চে বিএনপি প্রার্থী দীপু ও কাজী মনির। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবশেষে এক মঞ্চে উঠলেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির ও দলটির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দুই নেতার ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে কর্মী-সমর্থকরা স্লোগান ও করতালিতে মুখরিত করে তোলে পুরো সভাস্থল। এ সময় কাজী মনির বিএনপির প্রার্থী দীপুর হাত উঁচিয়ে ধরে তার প্রতি পূর্ণ সমর্থন জানান।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রূপসী কাজীপাড়ায় কাজী মনিরুজ্জামান মনিরের নিজ বাড়িতে অনুষ্ঠিত কর্মীসভায় এমন চিত্র দেখা যায়।

দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজী মনির তার অনুসারীদের নিয়ে নিজ বাড়িতে সভা করছিলেন। সভা চলাকালীন সময়ে হঠাৎ বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। এরপর তিনি মঞ্চে গিয়ে কাজী মনিরের পাশে আসন গ্রহণ করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দুই নেতার ঐক্যের বার্তাকে স্বাগত জানিয়ে একাত্মতার স্লোগান দেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, ‘আমি মনোনয়ন পেয়েছি বলব না—মনোনয়ন পেয়েছে রূপগঞ্জের প্রতিটি মানুষ। রূপগঞ্জবাসী যা চেয়েছে, দল তা-ই করেছে। কাজী মনিরুজ্জামান মনির অভিজ্ঞ রাজনীতিক। আমি তার হাত ধরেই নির্বাচনে যেতে চাই। আমরা সবাই মিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব।’

কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ‘আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম।’

কাজী মনির আরও বলেন, ‘২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল, এমনকি আমার স্ত্রীর মিছিলেও হামলা চালানো হয়েছিল। বাংলাদেশ এখন এক সংকটময় সময় অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক উদ্দিন বাচ্চু, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন শাওন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মামুন মিয়া, শিপলু জাহান, আওলাদ হোসেন, জামান মিয়া, ফারুক, তারেক, আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।