কক্সবাজার টেকনাফের হ্নীলার আনোয়ার প্রজেক্টসংলগ্ন একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, পাশাপাশি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক।
গতকাল বুধবার সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনগণ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এসব বিষয় নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস সিকদার মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদকের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন বলে পুলিশ, নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ব্রিজের নিচে পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে উপরে তুলে শনাক্ত করে নিহতের নাম মোহাম্মদ ইউনুস সিকদার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজন, এলাকার লোকজন এবং রাজনৈতিক নেতাদের দেওয়া বক্তব্য মতে ধারণা করে ওসি জানান, পাওনা টাকার লেনদেনসংক্রান্ত বিষয়ে এ হত্যাকা- হতে পারে। এ বিষয়ে আরও তথ্য অনুসন্ধান, জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার প্রচেষ্টা এবং অন্যান্য আইনি কার্যক্রম চলমান বলেও জানান ওসি।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বলেন, আমরা চাই এই জঘন্য হত্যাকা-ে যারা জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
নিহতের পরিবার বলছেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সিকদার কমিটির কথা বলে রঙ্গিখালী এলাকার মো. আলম ওরফে সবুর মিয়ার আমন্ত্রণে মঙ্গলবার রাতে ওখানে যান। সবুর মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক। এরপর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। ঘটনার পর সবুর মিয়া পলাতক রয়েছে।
নিহত ইউনুস মেম্বার বিএনপির রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত কয়েক বছর আগে থেকে গ্রামের বাড়ি ছান্দলি পাড়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছিল। তিনি দুই সন্তান ও স্ত্রী রেখে যান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।

