টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবশবান্ধব অর্থায়নকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডের আলোকে প্রণীত এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে সবুজ আগামী’। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান।

