মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসার নতুন প্রধান হিসেবে বেসরকারি মহাকাশচারী জ্যারেড আইজ্যাকম্যানকে মনোনীত করেছেন। ইলন মাস্কের ঘনিষ্ঠ এই সহযোগীকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ট্রাম্প–মাস্ক সম্পর্ক।
মঙ্গলবার (৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ পোস্ট দিয়ে এই মনোনয়নের ঘোষণা দেন ট্রাম্প।
এর আগে চলতি বছরের মে মাসে মাস্কের সঙ্গে তিক্ত বিরোধের পর আইজ্যাকম্যানের প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তিনি। ছয় মাস পর ফের সেই সিদ্ধান্ত বদলালেন প্রেসিডেন্ট।
যদি সিনেট এই মনোনয়ন অনুমোদন করে, তবে আইজ্যাকম্যান নাসার অন্তর্বর্তীকালীন প্রশাসক ও বর্তমান পরিবহন সচিব শন ডাফির স্থলাভিষিক্ত হবেন।
ট্রাম্প তার ঘোষণায় বলেন, জ্যারেডের মহাকাশের প্রতি আগ্রহ, মহাকাশচারী হিসেবে অভিজ্ঞতা এবং অনুসন্ধানের সীমা ঠেলে দেওয়ার মানসিকতা তাকে নাসার নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শভাবে উপযুক্ত করে তুলেছে।
৪২ বছর বয়সী আইজ্যাকম্যান শিফট৪ পেমেন্টস–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের পোলারিস ডন মিশনের সময় প্রথম বেসরকারি নাগরিক হিসেবে মহাকাশে হেঁটে ইতিহাস গড়েন।
আইজ্যাকম্যান ইলন মাস্কের স্পেসএক্সের একাধিক বেসরকারি মিশনে অংশ নিয়েছেন এবং কোম্পানিটির অন্যতম প্রধান গ্রাহক ও সমর্থক হিসেবে পরিচিত।
ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার এক্সে (টুইটার) মাস্ক একটি হৃদয়, রকেট ও মার্কিন পতাকার ইমোজি পোস্ট করে আইজ্যাকম্যানের পুনঃমনোনয়নকে স্বাগত জানান।
হোয়াইট হাউসের একাধিক সূত্র জানিয়েছে, আইজ্যাকম্যানকে নাসার শীর্ষ পদে মনোনয়নের জন্য সরাসরি ট্রাম্পের কাছে তদবির করেছিলেন মাস্ক। এ কারণে সম্ভাব্য স্বার্থসংঘাত নিয়ে প্রশ্নও উঠেছে।
এ নিয়োগ কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন লাগবে।

