ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

রেড ক্রিসেন্টের পর এনসিপি থেকেও বাদ মুনতাসির

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তার অব্যাহতির চিঠি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, গত ১২ অক্টোবর সাময়িক অব্যাহতির পর মুনতাসিরের দেওয়া লিখিত জবাব অসন্তোষজনক বিবেচিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন মুনতাসির মাহমুদ। তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় তিনি চাকরি হারান।

এনসিপির নিষেধাজ্ঞা অমান্য করে ওই বিক্ষোভে অংশ নেওয়ায় প্রথমে তাকে সাময়িকভাবে পদচ্যুত করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।