ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ইসলামের বাংলাদেশ গড়তে চাই : মামুনুল হক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:০৭ পিএম
মামুনুল হক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সোনার, নতুন, সবুজ বা ডিজিটাল নয়, জনগণ ইসলামের বাংলাদেশ দেখতে চায়—মানুষের তৈরি কোনো ব্যবস্থা নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা হেলিপ্যাড মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদকে ভিত্তি ধরে গণভোটের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ব্যর্থ হলে দেশের স্বাধীনতা ও জনগণের অর্জন আবারও ঝুঁকির মুখে পড়বে। তিনি জানান, গণভোটের মাধ্যমে সনদের আইনি বৈধতা নিশ্চিত করলে ভবিষ্যতের নির্বাচনে কোনো লুটেরা, সন্ত্রাসী বা দেশবিরোধী শক্তির স্থান হবে না। আগামীর বাংলাদেশ হবে জুলুম ও বৈষম্যমুক্ত ইনসাফের দুর্গ।

সমাবেশে নেত্রকোনা-৫ আসনে দলটির প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়। তার সভাপতিত্বে অনুষ্ঠানে শাইখুল হাদিস মাওলানা জিয়া উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।