ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে চালু হলো ওয়েবসাইট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:২৮ পিএম
সেন্টমার্টিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের নাম শুনলেই মনে পড়ে নীল পানি, ঝলমলে সূর্য আর সমুদ্রের ঢেউয়ের মনোমুগ্ধকর ছন্দ। এই স্বর্গীয় দ্বীপে পর্যটকদের সুবিধা বাড়াতে এবার চালু হয়েছে একটি আধুনিক তথ্যভিত্তিক ওয়েবসাইট — www.mysaintmartinbd.com, যেখানে মিলবে সেন্টমার্টিন সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) চালু হওয়া সাইটটিতে পর্যটকরা জানতে পারবেন দ্বীপে যাওয়ার পথ, লঞ্চ ও ট্রলার সার্ভিসের সময়সূচি, আবাসন ব্যবস্থা, খাবার-দাবারের স্থান, ভ্রমণ গাইড, জরুরি যোগাযোগ নম্বরসহ স্থানীয় দর্শনীয় স্থানের বিস্তারিত বর্ণনা। এমনকি পরিবেশবান্ধব ও দায়িত্বশীল ভ্রমণের পরামর্শও থাকবে এতে।

পর্যটন বোর্ড ও স্থানীয় উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মটি মূলত টেকসই পর্যটন ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট ও ট্রাভেল এজেন্সিগুলোও নিজেদের তথ্য ও সেবা প্রচারের সুযোগ পাবে।

ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা করা যেমন সহজ হবে, তেমনি অনলাইনে বুকিং ও রিভিউ সিস্টেম পর্যটকদের আস্থা বাড়াবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পর্যটন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।

সেন্টমার্টিনে যেসব পর্যটক প্রথমবার যাচ্ছেন, তাদের জন্য এই ওয়েবসাইট হতে পারে এক সম্পূর্ণ গাইড — mysaintmartinbd.com।